বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালের নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এবং টঙ্গী থেকে দু’জনকে আটক করেছে র্যাব।বুধবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে কামালকে ও গাজীপুরের টঙ্গী থেকে আল আমিনকে আটক করা হয়। এসময় কামালের মোবাইল ও ল্যাপটপ থেকে প্রথম আলো, নয়া দিগন্তসহ পাঁচটি ভুয়া সাইট জব্দ করা হয়।
বৃহস্পতিবার(২৯ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, সম্প্রতি প্রথম আলো, বিবিসি বাংলাসহ বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমের হুবহু বেশকিছু নকল ওয়েবসাইট দেখা যায়। যেগুলোর নামে খুবই সামান্য পার্থক্য রয়েছে যাতে পাঠক সহজেই বিভ্রান্ত হবেন।
প্রথম আলোর একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি কুচক্রী মহল বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে নিউজ করে সংবাদমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত। এসব সাইটে সরকারবিরোধী প্রচারণার পাশাপাশি উদ্দেশ্যমূলক কোনো ব্যক্তির নামে অপপ্রচার করে আসছে। তারা আসল ওয়েবসাইট থেকে হুবহু নিউজ কপি করে আংশিক রেখে তার সঙ্গে মনগড়া তথ্য প্রকাশ করছিল।
‘বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের ডোমেইনের সূত্র ধরে মোহাম্মদপুর থেকে কামালকে আটক করা হয়। তার ব্যবহৃত ল্যাপটপ থেকে পাঁচটি ভুয়া ওয়েবসাইটের লিংক পাওয়া গেছে, যা হুবহু আসল ওয়েবসাইটের আদলে বানানো। কামালের দেওয়া তথ্যের ভিত্তিতে ডোমেইন ও হোস্টিং বিক্রেতা আল আমিনকে গাজীপুর থেকে আটক করা হয়।’
আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাবের ওই কর্মকর্তা বলেন, কামালের চাহিদামতো সে প্রথম আলোর নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সরবরাহ করেছে। এছাড়া বিভিন্ন ডোমেইন কিনে আসল পত্রিকার নাম-লোগো ব্যবহার করে কামাল পরিচালনা করতো।জনগণকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নামি-দামি পত্রিকার সুনাম কাজে লাগানোর চেষ্টা করছিল।
এ চক্রের সঙ্গে অন্যদের আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
গত ২৪ নভেম্বর বিমানবন্দর এলাকা থেকে দক্ষিণ কোরিয়া প্রবাসী এনামুল হককে গ্রেফতার করা হয়। যার কাছ থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের আদলে ২২টি ভুয়া ওয়েবসাইট উদ্ধার করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার,২৯ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।