আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৬ ডিসেম্বর প্রতি উপজেলায় বিজয়মঞ্চ করার মাধ্যমে আওয়ামী লীগ এবং ১৪ দল নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও জানান জোটের নেতারা।শুক্রবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। আগের চেয়েও অনেকগুণ বেশি আমরা উন্নয়ন উপহার দিয়েছি। আমাদের যারা অন্যায় করেছে, তাদের কিন্তু আমরা ছাড় দেয়নি। আমাদের এমপিরাও জেলে আছেন।
সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি এখন সারা দুনিয়াতেই আছে। এটা এখন ওয়েব লাইভ হয়ে গেছে। কিন্তু আমরা দুর্নীতিকে ছাড় দেয়নি। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে। তারা জামায়াতকে মনোনয়ন দিয়েছে এটাই স্বাভাবিক।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এতদিন ক্ষমতায় আছি, আমরা নির্ভুল, অভ্রান্ত এটা দাবি করি না। আমাদের ভুলত্রুটি আছে। তারপরও এটা বলতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিএনপির চেয়ে আমাদের সরকার বেটার সরকার।’‘ক্ষমতায় থাকলেও আমরা আছি, না থাকলেও আছি। ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না। দেশ ও জনগণের রাজনীতি করে যাবে,’ বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।এ সময় আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে তাদের ইশতেহারে।
ঢাকা,শুক্রবার,৩০ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।