একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সিইসি বলেন, ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবে ফল হয়েছে।সারাদেশে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার অংশ গ্রহণ করেছেন। আর ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নতুন করে ভোটগ্রহণের কোনো সুযোগ নেই।’ঐক্যফ্রন্টের দাবি মেনে নেয়া সম্ভব নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
ঢাকা,সোমবার,৩১ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।