সিনিয়র প্রতিবেদক: র্যাব ফোর্সেস এর মহাপরিচালক(ডিজি ) বেনজির আহমেদ বলেছেন,২১ লাখ পরীক্ষার্থী রয়েছে।পাবলিক পরীক্ষা এলেই একটা হুমতি দেখি। বিশৃঙ্খলা ও প্রতারণার ফাঁদ পাতা হয়।আজ বুধবার (৩০ জানুয়ারি ২০১৯) দুপুরে রাজধানীর কাওরান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আসন্ন এসএসসি পরীক্ষা – ২০১৯ উপলক্ষ্যে প্রশ্নপত্র প্রতারণা রোধে র্যাব কর্তৃক গৃহীত ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব ফোর্সেস এর ডিজি বেনজির আহমেদ এই তথ্য জানান।
র্যাবের ডিজি জানান,প্রশ্ন ফাঁস রোধে এই চক্রের বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি।।
বেনজির আহমেদ জানান,অভিভাবকদদের উদ্দেশে কেউ প্রতারণায় পা দেবেন না। সতর্ক হয় শিক্ষকদের।
র্যাবের ডিজি জানান,ছাত্রদের কাজ হল পড়াশোনা করা। তারা যেন প্রশ্নের জন্য দৌড়াদৌড়ি না করে।
বেনজির জানান,কারো কাছে বা কেউ অপচেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। তার শিক্ষা জীবন নষ্ট হবে।
বেনজির আহমেদ জানান,অভিভাবক, ছাত্র শিক্ষকদের প্রশ্ন ফাঁসের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান র্যাব ডিজির।
র্যাবের ডিজি জানান,অপরাধ রোধে সামাজিক যোগাযোগ মাধ্যেমসহ নজরদারি থাকবে সাইবার ওয়ার্ল্ডে।গোয়েন্দা নজরদারি, সার্ভিলেন্স, সাইবার ওয়াল্ডে তীক্ষ্ণ নজরদারি থাকবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাবের এডিশনাল ডি জি জামিল আহমেদ,র্যাবের মিডিয়া শাখার ডাইরেক্টর মুফতি মাহমুদ খান, অপরেশন ডাইরেক্টর জাহাঙ্গীর আলম, র্যাব ইন্টেলের ইন্টেলিজেন্ট শাখার পরিচালক মাহবুবুর রহমান, পরিচালক ডিআইজি জাহাঙ্গীর আলম,র্যাব মিডিয়া শাখার উপ-পরিচালক গাউসুল আজম এবং র্যাব-১ অধিনায়ক সরোয়ার বিন কাসেম।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,বুধবার,৩০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।