সিনিয়র রিপোর্টার,ঢাকা: সুন্দর বাংলাদেশ গঠনে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, সংবাদকর্মীসহ সমাজের সকল শ্রেণীর মানুষকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে।
আজ সকালে ঢাকার লালমাটিয়ায় এভেরোজ ইন্টারন্যশনাল স্কুল এ মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।তিনি বলেন “মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
এই সুন্দর বাংলাদেশ গঠনের নিয়ামক আগামি প্রজন্ম। এ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে হবে।”
মাননীয় মন্ত্রী মাদক হতে দুরে থেকে লেখাপড়ায় মনোযোগ দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেন “ধর্ষকদের কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু তাদের গলায় হারকিউলিস নামে চিরকুট ঝুলিয়ে তাদেরকে যারা হত্যা করছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে নুরুন্নবি চৌধুরী শাওন, এমপি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,শুক্রবার,০৮ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।