ঢাকার বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমবারের মতো বিপিএলের ফাইনাল খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল।মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চলতি আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। কুমিল্লা গড়ে ১৯৯ রান। যাতে ওপেনার তামিম একাই নিয়েছেন ১৪১ রান।শুরুতে ব্যাট করতে নেমে ৯ রানেই ওপেনার এভিন লুইসের উইকেট হারায় কুমিল্লা। কিন্তু অপর প্রান্ত আগলে রীতিমত ছড়ি ঘুরাতে থাকেন তামিম ইকবাল। মাঝে আনামুল ৩০ বলে ২৪ রানের ইনিংস খেলে বিদায় নেন আনামুল। শামসুরও বিদায় নেন ০ রানে। কিন্তু ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে যেতে থাকেন তামিম।
নিজের প্রথম বিপিএলে ফাইনালে কি ব্যাটিংটাই না করলেন তামিম। ঢাকার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন তিনি। ৬১ বলের ইনিংসে করলেন অপরাজিত ১৪১ রান।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার,০৮ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।