বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন দেশের বরেণ্য কবি আল মাহমুদ। চিকিৎসকরা বলছেন, কবির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি। আরো ৪৮ থেকে ৭২ ঘণ্টা থাকতে হবে আইসিইউতে।রোববার (১০ ফেব্রুয়ারি) কবি আল মাহমুদের ছেলে মীর মোহাম্মদ আনিস জানান, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।
তিনি বলেন, শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত বাবা বেশ ভালো ছিলেন, আমাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু ৯টার পর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। তবে এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি।এর আগে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী দেশের বরেণ্য এ কবিকে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর শঙ্করের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা,রোববার,১০ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।