আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো পালিত হবে জাতীয় ভোটার দিবস। এই দিন থেকে নির্বাচন কমিশন (ইসি) দেশব্যাপী ভোটার হালনাগাদ শুরু করবে। রাজধানীতে বিশেষ আয়োজনের পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হবে। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।ইসি সচিব বলেন, ‘বিকেলে ভোটার দিবসের বিশেষ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, আইনমন্ত্রী আনিসুল হক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।’
ইসি সচিব বলেন, ‘কাল পয়লা মার্চ দেশে প্রথমবারের মতো ভোটার দিবস পালিত হবে। এখন থেকে প্রতি বছর ভোটার দিবসের দিন থেকেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কাল ভোটার দিবসে ছয়জনকে ভোটার করে ভোটার হালনাগাদের কাজ শুরু করা হবে। তবে এবার মার্চজুড়ে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় ১ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে।’
সংবাদ সম্মেলনে ইসি সচিব আরো জানান, ভোটার দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিশেষ শোভাযাত্রা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে।
ঢাকা,বৃহস্পতিবার,২৮ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।