চট্টগ্রামে গণপূর্তমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে ছাত্রলীগের সম্মেলন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন।আজ মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই ঘটনা ঘটে।এর আগে বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত চট্টগ্রামের সাতটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সম্মেলন উপলক্ষে আলোচনা সভা শুরু হলে জাকির হোসাইন হোসেন বক্তব্য শুরু করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। মঞ্চে থাকা নেতারা বার বার চেষ্টা করেও স্লোগান থামাতে পারেননি। একপর্যায়ে মিলনায়তনের ভেতর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একাধিক পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।এসময় সম্মেলনস্থল ত্যাগ করেন মন্ত্রী।
ঘটনার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের বাইরে বিপুল র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
চট্টগ্রাম,মঙ্গলবার,২৭ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।