আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ নয়। জাতীয় পার্টি ক্ষমতায় এলেই দেশের মানুষ নিরাপদে থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে স্থানীয় জাতীয় পার্টির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এ সময় এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ নয়। আমরা ক্ষমতায় আসলে দেশের সকল মানুষ নিরাপদ। আমরা হরতালে বিশ্বাস করি না। মানুষ মারায় বিশ্বাস করি না। সেই জন্যে মানুষ মনে করছে একটা পরিবর্তন জরুরী। এই দুই দলকে দিয়ে দেশ চলবে না। নতুন পরিবর্তনের দরকার আছে।আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা জনগণের বন্ধু।তিনি বলেন, আমার ৯ বছরের শাসনামলে উপজেলা ও জেলা প্রবর্তন করেছি। সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। উপজেলা পর্যায়ে আদালত করেছি। তারপরও বিএনপি সরকার আমাকে ৬ বছর কারাগারে পাঠিয়ে নির্যাতন করেছে।এসময় মঠবাড়িয়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, ডা. ফরাজীকে আগামীতে এমপি নির্বাচিত করলে তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। আমি এটাই চাই, আপনারা তাকে ভোট দেন। এ সময় জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা প্রমুখ বক্তব্য দেন।
পিরোজপুর,মঙ্গলবার,২৭ ফেব্রুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।