মৃত্যুর তিন দিন পর দুবাই থেকে মুব্বাইয়ে পৌঁছেছে শ্রীদেবীর মরদেহ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছায় মরদেহ।বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে তার আন্ধেরির লোখান্ডওয়ালা এলাকার বাসায়।শ্রীদেবীর দেবর এবং চলচ্চিত্র তারকা অনিল কাপুরসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য বিমানবন্দরে তার মরদেহ রিসিভ করতে যান।শ্রীদেবীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভিলে পার্লে শ্মশানে হবে শ্রীদেবীর শেষকৃত্য। আগামীকাল (বুধবার) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে সর্বসাধারণে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে।ননদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে দুবাই যান শ্রীদেবী। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের ২২০১ নম্বর কক্ষের বাথটাব থেকে শ্রীদেবীর নিথর দেহ উদ্ধার করেন তার স্বামী বনি কাপুর। বনি তখন রুমে অবস্থান করছিলেন। এরপর দুবাইয়ের রশিদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।
এরআগে মঙ্গলবার বিকেলে দুবাই পুলিশ তার মরদের পরিবারের কাছে হস্তান্তর করে।
বিনোধন ডেস্ক:,মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।