উত্তরাঞ্চলের ১১ জেলায় বুধবার থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।নওগাঁ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের সূত্র ধরে প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলা এবং বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সাথে বুধবার থেকে রাজধানী ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
বগুড়া,বুধবার,২৮ ফেব্রুয়ারি , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।