বিএনপি আইনজীবীদের ভুলের কারণে বেগম খালেদা জিয়া জেলে– এমন কথা বলে জনমনে বিভ্রান্তি এবং রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে সরকার বরে মন্তব্য করেছেন আইনজীবী জয়নুল আবেদীন।বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তিনি একথা বলেন। আজকের মধ্যে বিচারিক আদালত থেকে নথি আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
এ সময় জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়া দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হতে না পারেন এছাড়া রাজনৈতিক ফায়দা হাসিল এবং আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে সেই সঙ্গে আইনজীবীদের বিরুদ্ধে মানুষের মনে যেনো তিক্ততার সৃষ্টি হয় সেই রকম একটা মনোভাব নিয়ে সরকারের একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।’
ঢাকা,বুধবার,২৮ ফেব্রুয়ারি , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।