উত্তরাঞ্চলের ১১ জেলার বাস ধর্মঘট। দু’পক্ষের মধ্যে সমঝোতার পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশন ও বগুড়া মোটর মালিক গ্রুপ। বৈঠকে ঢাকা-বগুড়া মহাসড়কে ৫টি এসি বাস চালানোর সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বগুড়া মটর মালিক গ্রুপ।বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঘোষণা দেয় বগুড়া মটর মালিক গ্রুপ। দীর্ঘ প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর এ বাস চলাচল শুরু হলো।এর আগে বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনায় বসেন। আলোচনা চলে বিকেল পৌনে ৫টা পর্যন্ত।এছাড়া অন্য দাবির বিষয়ে পরবর্তীতে দু’পক্ষ বৈঠকে সিদ্ধান্ত নেবে বলে জানান জেলা প্রশাসক। মঙ্গলবার রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিকরা। ফলে বুধবার সকাল থেকে উত্তরের ১১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বগুড়া,বুধবার,২৮ ফেব্রুয়ারি , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।