আজ শনিবার (২৫ মে) ১১ জ্যেষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী। বিশেষ এ দিনটিকে কেন্দ্র করে জাতীয় পর্যায়সহ সারাদেশে উদযাপন হবে নানা অনুষ্ঠান। বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে নজরুল জন্মেছিলেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’। বাবার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।
এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে ফুল দিয়ে সম্মান জানাবেন সর্বস্তরের মানুষ। এছাড়া মাজার জিয়ারতের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, কবি নজরুলের গান, কবিতা মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছিল।
এরপর আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্ব উল আলম হানিফ। তিনি বলেন, কবি নজরুলকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই, তিনি ছিলেন অসাম্প্রদায়িক কবি।বিএনপির পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, দেশের জনগণ বন্দিদশার মধ্যে আছে, তাই এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর।
ঢাকা,শনিবার, ২৫ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।