নবম সংবাদপত্র মজুরি বোর্ড বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জুন মাসে হবে বলে জানিয়েছেন ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভার সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে নবম সংবাদপত্র মজুরি বোর্ড-২০১৮ বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের সভায় একটি বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছি। যতদূর সম্ভব হবে খুব দ্রুত ঘোষণা হবে। সবার কাছে যেন এটা গ্রহণযোগ্য হয়।’
‘চূড়ান্ত ঘোষণার আগে আগামী ১২ জুন সকাল ১১টায় তথ্য মন্ত্রণালয়ে সব অংশীজনের সঙ্গে যৌথ সভা করব আমরা। এরপরই জুন মাসের মধ্যে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের,’ যোগ করেন ওবায়দুল কাদের।সভায় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য-প্রযুক্তি ডেস্ক,বৃহস্পতিবার, ৩০ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।