সিনিয়র রিপোর্টার,ঢাকা: মশক নিধনে সিটি করপোরেশন ও সরকারের সেবা সংস্থাগুলোর কাজের পাশাপাশি শিক্ষার্থীদেরও সোচ্চার থাকতে হবে। এটি শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি।
বুধবার রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা স্টেট কলেজে শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্যানেল মেয়র বলেন, ‘শিক্ষার্থীরা নিজেরা ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী ১০ জন মানুষকে সচেতন করবে। মশক নিধনে সোচ্চার থাকা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব।‘
দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে বাংলাদেশের আগেই ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে। সে সকল দেশে আক্রান্তের সংখ্যাও বাংলাদেশের তুলনায় অনেক বেশি। সিটি করপোরেশন সহ অন্যান্য সংস্থা ডেঙ্গু নির্মুলে কাজ করলেও জনসচেতনতা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্যানেল মেয়র ডেইজি।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক দেশেই ডেঙ্গু মশার আবির্ভাব ঘটেছে। আমরা যেহেতু পৃথিবীর বাইরে নই, তাই আমাদের দেশেও ডেঙ্গুর উপদ্রব দেখা দিয়েছে। ডেঙ্গু দমনে ফেব্রুয়ারি মাস থেকে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে বর্তমানে আমরা আমাদের কার্যক্রম আরও জোরালো করেছি।‘
‘নাগরিক সচেতনতা না হলে ডেঙ্গু সম্পূর্ণ নির্মূল করা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। এখানে যারা শিক্ষার্থী আছে তোমরা প্রত্যেকে যদি এডিস মশার জন্ম এবং এর বিস্তার সম্পর্কে জানতে পারো এবং সতর্ক থাকো, তাহলেই ডেঙ্গু দমন করা সম্ভব হবে। তোমরা এখানে যারা রয়েছে তারা তোমাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে ডেঙ্গু মশা সম্পর্কে জানাবে। তাহলে ডেঙ্গু থেকে আমরা আমাদের এবং আমাদের বাবা-মা, ভাই-বোনদের রক্ষা করতে পারি।‘
প্যানেল মেয়র জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি ৪৯টি আরবার হেলথ কেয়ার সেন্টারে ডেঙ্গু চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়া ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় মশক নিধনের জন্য কার্মীদের সজাগ রাখা হয়েছে বলে তিনি জানান। তবে কোনো এলাকায় যদি মশক নিধনের ওষুধ ছিটানো না হয়, তাহলে সিটি করপোরেশনের ওয়াব সাইডে দেয়া নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ দেলোয়ারা ইসলাম, ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ খালেদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিন্নাত আলী, কলেজে স্কাউট সদস্য ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের একাংশ।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,বুধবার, ৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।