সিনিয়র রিপোর্টার,ঢাকা: গুজবের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং ডেঙ্গু আক্রান্ত ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের ওলামা মাশায়েখসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ।
রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শুক্রবার জুম্মার নামাজের সময় গুজবের বিষয় দেশবাসীকে সচেতন করতে দেশের তৃণমূল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব ও ইমামদের প্রতিও আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী।
পাশাপাশি বন্যা কবলিত ও ডেঙ্গু আক্রান্ত মানুষের সেবা করার অনুরোধ জানান তিনি।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,বুধবার, ৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।