আজ ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস।সুন্দরের সঙ্গে সত্যের সম্বন্ধ প্রতিষ্ঠার দুর্মর প্রচেষ্টার নামই রবীন্দ্রনাথ। হিংসা কিংবা ঘৃণা নয়, ভালোবাসার জয় দেখতে চেয়েছেন তিনি। রবী ঠাকুর, বাঙালির অবিরাম আনন্দ-বেদনার সারথি হয়ে আছেন।রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দ ২৫ বৈশাখ) তার জন্ম। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কলকাতার পৈত্রিক বাসভবনেই ১৩৪৮ বঙ্গাব্দ ২২ শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট) তার মৃত্যু হয়।
ঢাকা,মঙ্গলবার, ০৬ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।