বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার।ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম আকষ্মিকভাবে বেড়েই চলেছে।রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে পাইকারী ও খোলা বাজারে । কয়েক ঘণ্টার ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা, আর এতে বিপাকে পড়েছেন বন্দরের পাইকাররা।ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের কয়েক ঘণ্টার পরেই বন্দর এলাকায় বেড়েছে পেঁয়াজের দাম। আর নতুন করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা ও সাধারণ ক্রেতারা।
পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা পর থেকেই পেঁয়াজ বিক্রি বন্ধ রয়েছে বন্দরের পেঁয়াজের আড়ৎ গুলোতে । রপ্তানিকারকদের অযুহাত দেখিয়ে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে আমদানিকারকরা।
ঢাকা,রোববার, ২৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।