বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রাসীদের জড়ো করে ঢাকার নির্বাচনে ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ভোটের একদিন আগে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এ নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজারও মানুষ দখলদারি সরকারের বিরুদ্ধে তাদের রায় দেওয়ার জন্য যখন বেরিয়ে আসতে শুরু করেছে, ঠিক তখনই নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করে জনগণের ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র শুরু হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হত্যা, শিশুসহ সব বয়সের নারী ধর্ষণ, অসহনীয় ট্রাফিক ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, মেগা প্রজেক্টের নামে মেগা লুট, জনজীবনকে দুঃসহ করে তুলেছে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে রেখে একতরফাভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে।’বিএনপির মহাসচিব বলেন, এই সময়ে ভোটের একদিন আগে এমন সমাবেশ করার মানেই হচ্ছে সিটি নির্বাচনকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।গত নির্বাচনগুলোর মতো একই কায়দায় এবারও নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার। ভয়ভীতি দেখাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অহেতুক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান, ‘গণবিরোধী কার্যক্রম থেকে বেরিযে এসে সংবিধানের প্রদত্ত দায়িত্ব পালন করুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরী করুন। ভোটাররা যেন নির্ভয়ে সুষ্ঠু পরিবেশে তাদের মতামত প্রদান করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করুন।’
ঢাকা,বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।