ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট গ্রহণের জন্য ইভিএম ও নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে দুই সিটির রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে। ইভিএমের কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটসহ মোট ৫২ ধরনের নির্বাচনী সরঞ্জাম দেয়া হচ্ছে। শুক্রবার সকালে নির্দিষ্ট ভেন্যু থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।
বারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন।
উত্তরের ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ৩১৮টি এবং ভোটকক্ষের সংখ্যা রয়েছে সাত হাজার ৮৪৬টি। দক্ষিণ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা হলো ৬ হাজার ৫৮৮টি। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা,শুক্রবার, ৩১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।