ভারতের উত্তর প্রদেশের ফারুখাবাদে ২৩ শিশুকে জিম্মি করে রাখা অপহরণকারীকে গুলি করে মেরেছে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত জনতা অপহরণকারীর স্ত্রীকেও পিটিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার, পুলিশ প্রায় দশ ঘণ্টার চেষ্টায় ফারুখাবাদ থেকে ২৩ শিশুকে উদ্ধার করে। সুভাষ বাথাম নামে প্যারোলে মুক্তি পাওয়া এক খুনের আসামি তাদের জিম্মি করেছিলো। অপহরণকারী তার এক বছরের মেয়ের জন্মদিনের পার্টির কথা বলে সবাইকে আমন্ত্রণ জানায়। অপহৃতদের মধ্যে তার স্ত্রী ও মেয়েও ছিলো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজে। পরে, সমাধান না পেয়ে তাকে হত্যা করে শিশুদের উদ্ধার করা হয়। অন্যদিকে, ক্ষিপ্ত গ্রামবাসীরা ইট ও পাথর ছুড়ে অপহরণকারীর স্ত্রীকে মেরে ফেলেছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার, ৩১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।