দীর্ঘ এক মাস পর দেশের মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জামাতও হয়েছে শারীরিক দূরত্ব মেনে।মসজিদে ঢোকার আগে দেখা যায় সাবান পানি এবং জীবাণুনাশক দিয়ে হাত পরিস্কার করে নিচ্ছেন মুসল্লিরা। মসজিদের ভেতরও জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হয়েছে।মসজিদে নামাজ পড়তে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। দোয়া করেন করোনা মুক্তির জন্য।রমজানের দ্বিতীয় জুমা হলেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রথম জুমার নামাজ আদায় করতে মসজিদে সামনে মুসল্লিদের অপেক্ষা। আজানের সঙ্গে সঙ্গে খুলে দেয়া হয় মসজিদের প্রধান ফটক।১২ দফা শর্তসাপেক্ষে মসজিদগুলোকে জামাতে নামাজের জন্য অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়। নামাজের আগে বয়ানে ইমাম বিধি নিষেধ মনে করিয়ে দেয়ার পাশাপাশি বেশি বেশি পালন করার আহ্বান জানান।
ঢাকা,শুক্রবার,৮ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।