বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এস এম সালাউদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২। রোববার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
এসএম সালাউদ্দিন আহম্মেদ নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। তবে তার শরীরে করোনা উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষা করলে শনিবার (৩০ মে) রিপোর্ট নেগেটিভ আসে।
সালাউদ্দিন একইসাথে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি ও গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদ এর সভাপতি। এস এম সালাউদ্দিনের শ্যালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ক্রীড়া ডেস্ক,রোববার, ৩১ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।