বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।এর আগে, গত ১৭ মে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন জনাব আব্দুল মোনেম। দেশের একজন প্রথম সারির ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। পদ্মসেতু সংযোগ সড়কসহ দেশের বড় বড় অনেক মহাসড়ক তার প্রতিষ্ঠান এএমএল-এর তৈরি। ইগলু, কোক-পেপসি তাদের সহ-প্রতিষ্ঠান।জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হবে।
ঢাকা,রোববার,৩১ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।