রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড। মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটে আসছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ময়ুরী-২ নামের একটি লঞ্চের ধাক্কায় শ্যামবাজারের কাছে মাঝনদীতে ডুবে যায় লঞ্চটি।ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘মর্নিং বার্ড’। এটি মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছিলো। এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, লঞ্চের অবস্থান শনাক্ত করা হয়েছে।
ঢাকা,সোমবার,২৯ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।