স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য লুৎফর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল পৌনে ৯টায় নিজ বাড়ি যশোরে তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। ফুটবলার লুৎফরের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।গর্বিত এই কৃতী সন্তান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনমত তৈরি করতে ভারতে প্রীতি ম্যাচ খেলা স্বাধীন বাংলা দলের অন্যতম সদস্য ছিলেন।যুদ্ধে সাহায্যের জন্য প্রচুর অর্থও সংগ্রহ করেনে তারা। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর।২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেনস্ট্রোক করেন লুৎফর রহমান। এর পর থেকে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন এই কৃতি ফুটবলার। গত বছর জুলাই মাসে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না এমন খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুৎফর রহমানের চিকিৎসায় এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেছিলেন।তিনি যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে ওয়ারীর খেলোয়াড় ছিলেন।
ক্রীড়া ডেস্ক,সোমবার, ২৯ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।