করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিতের ঘোষণা দিল আইসিসি।সোমবার এমন সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। পরের বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতেই বসবে এই আসর। আর ২০২১ সালের ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২২ এ। পরের বছর ভারতেই হবে আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ।
ক্রীড়া ডেস্ক,সোমবার,২০ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।