বগুড়ার কাহালুতে সবজিবোঝাই ট্রাক তল্লাশি করে ১০টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বেশ কিছু মাদকসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।বুধবার (২২ জুলাই) বিকেলে এই অস্ত্রের চালান আটক করা হয়।
বগুড়া এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার) জয়নুল আবেদীন জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি সবজি বোঝাই ট্রাকে অস্ত্র ও মাদকের একটি চালান যাচ্ছে-এমন খবরে তারা বুধবার বিকেলে অভিযান চালান নওগাঁ-বগুড়া মহাসড়কে। এই মহাসড়কের কাহালু উপজেলার ভাগদুবড়া ঈদগাহ মাঠের পাশে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) আটকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকটি থেকে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ১৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকের চালক কাবিল, সহকারী সেভেন এবং ছোট নামের একজনকে।
বগুড়া,বুধবার, ২২ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।