আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শেষ হচ্ছে সরকার নির্ধারিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা। দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞার পর আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হচ্ছে। ফলে জেলেপল্লীতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কক্সবাজারের প্রায় সাত হাজার মাছ ধরার নৌকা বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর থেকে সাগরে নামা শুরু করেছে। প্রসঙ্গত: বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণিজ সম্পদের ভান্ডার সুরক্ষায় চলতি বছেরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞা শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাত। জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতাকে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো ক্রাস্টেশান আহরণও ছিল এ নিষেধাজ্ঞার আওতায়।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ জানান, কক্সবাজারে ছোটবড় প্রায় ৭ হাজার মাছ ধরা ট্রলার রয়েছে। আর এ পেশায় নিয়েজিত আছেন প্রায় লক্ষাধিক জেলে। বলেন, শুক্রবার-শনিবারের মধ্যেই শতভাগ ট্রলার সাগরে মাছ ধরতে যাবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, তালতলী উপজেলার জেলেপাড়াগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিন বঙ্গোপসাগরে মাছ আহরণ বন্ধ থাকায় এবার জেলেরা বেশি মাছ পাবেন বলে আশাবাদী। এছাড়া জেলেরা ইতোমধ্যেই ট্রলারের জাল, দড়ি, বরফ ও রসদ সামগ্রী নিয়ে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
কক্সবাজার,বৃহস্পতিবার, ২৩ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।