গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৩৪,৮৮৯ জন। মৃত্যু ৪৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৮৩ জন।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়।
এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২,৯৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, নতুন ২৬৬৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১,৩২,৯৬০
করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ঢাকা,বৃহস্পতিবার,৩০ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।