রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।ওই তিন আসামি হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।দুপুরে তাদের আদালতে হাজির করে এ ঘটনায় হওয়া অস্ত্র মামলায় সাত ও বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চান। শুনানি শেষে বিচারক দুই মামলায় তাদের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে পল্লবী থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) ইমরান (৪৮), এসআই সজীব (৩০) পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমি (২৮) ও সাধারণ নাগরিক রিয়াজ (২৮) আহত হন।পুলিশ জানায়, দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ভারী বস্তুসহ তিন আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়। ভোরে পরিদর্শকের (তদন্ত) কক্ষে ডিজিটাল ওয়েট মেশিনের মতো দেখতে ভারী বস্তুটি তল্লাশি করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরে পল্লবী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। সেসব মামলায় তাদের এই রিমান্ডে পাঠানো হলো।
ঢাকা,বৃহস্পতিবার,৩০ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।