রাজধানীর ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ৬ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় একঘণ্টা পর সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছে।
ঢাকা,বৃহস্পতিবার,৩০ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।