আগামী ৩রা অক্টোবর বাফুফের বহুল কাক্ষিত নির্বাচন। ভেন্যু নির্ধারন করা হয়েছে রাজধানির প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নির্বাহী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় বাফুফে।ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, এ বৈঠকে এজিএমের প্রস্তুতিমূলক আলোচনাও সারা হয়েছে।
মূলত এক এজেন্ডার সূরাহায় বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠক। করোনায় স্থগিত হওয়া নির্বাচনের দিন ক্ষণ চূড়ান্ত করা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের বিপক্ষে ছিলেন কেউ কেউ। তবে বৈঠকে নির্বাচনের পক্ষেই ফুটে ওঠে সংখ্যাগরিষ্ঠদের অবস্থান। এবার ভোটার সংখ্যা বেড়েছে পাঁচটি। তবে কিভাবে বাড়লো সেই ব্যাখা দেন বাফুফের সহসভাপতি তাবিথ আওয়াল।এ সম্পর্কে বাফুফে সিনিয়র সহ-সভাপতি বলেন, আগামী ৩ অক্টোবর সর্বসম্মতি ক্রমে বাফুফের নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। বার্ষিক সাধারণ সভা হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা প্রাথমিক। কারণ পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্তও পরিবর্তন হবে। ফিফার কাছে আমরা এটার চিঠি পাঠাবো, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেখান থেকে।
নির্বাচনের ডেলিগেট নির্ধারণে প্রত্যেক বছরই থাকে ছোটখাটো কিছু জটিলতা ছিল এবারো। তবে সব কিছুই নাকি গুছিয়ে এনেছে বাফুফে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ১৩৯ জন। গত বারের চেয়ে বেড়েছে ৫ জন।
সালাম মুর্শেদী বলেন, আমরা ডেলিগেট চূড়ান্ত করেছি এবং এরপর থেকে এটা সংশোধনের আর কোনো সুযোগ নেই। কারণ এটা সবার সম্মতিতেই করা হয়েছে। যারা ৩ অক্টোবর তাদের ভোট দেবেন।
নির্বাহী কমিটির বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট পাশ করেছে ফেডারেশেন। বিভিন্ন কার্যক্রমে বাফুফে খরচ করবে ৫২ কোটি ৩২ লাখ টাকা। যার সিংহ ভাগই খরচ করা হবে ট্রেনিং এবং ডেভলপমেন্ট খাতে।
সালাম মুর্শেদী আরও বলেন, আমাদের বাজেটে সামান্য কিছু ঘাটতি আছে। সেটা বিভিন্ন খাত থেকে সমন্বয় করা হবে।
গত ৩০শে এপ্রিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। এর দশদিন আগে নির্বাচনের দিন ধার্য্য করলেও করোনার কারণে তা অনির্দিষ্টকালের স্থগিত হয়ে যায়।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার,১১ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।