দলের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১ জানুয়ারি রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে
মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথ সভায় এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। সভায় জিএম কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষ বিরক্ত। দেশের মানুষ এখন তৃতীয় শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি হলো সে তৃতীয় শক্তি। আমরা যে ভাবে ঐক্যবদ্ধ হয়ে রংপুরে বিজয় অর্জন করেছি তেমনি ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য জোর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সভায় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, রংপুরের বিজয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে জাতীয় পার্টির অগ্রযাত্রা রুখতে পারবে না। রংপুরের বিজয়যাত্রা আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আগামী ১ জানুয়ারি ঢাকায় গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হবে জাতীয় পার্টির গণভিত্তি অনেক সুদৃঢ় ও শক্তিশালী।
সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতি , সৈয়দ আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ আজম খান, মোঃ শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, মোহাম্মদ নোমান মিয়া এমপি, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নাজমা আক্তার, এম এম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম এ সাত্তারসহ কেন্দ্রীয় নেতৃবন্দ, জেলা, উপজেলা, মহানগর, থানা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঢাকা,বৃহস্পতিবার,২৮ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।