বাংলাদেশে পেঁয়াজ রফতানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পরই দেশের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৬০ টাকার পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা দরে। বুধবারও খুচরা বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।ব্যবসায়ীরা জানিয়েছেন, মঙ্গলবার তারা যে দরে পেঁয়াজ বিক্রি করেছেন, আজও সেই দরেই বিক্রি করছেন। বুধবার পেঁয়াজের দাম বাড়েনি, আবার কমেওনি।
ঢাকা,বুধবার,১৬ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।