অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে প্রায় ৯০ টি তিমি মরে ভেসে উঠেছে। সোমবার তাসমানিয়া দ্বীপের পশ্চিম উপকূলে তিমিগুলোর মরদেহ আবিষ্কার করেন স্থানীয়রা।
তিমিগুলো উপকূলে আটকা পড়েছিল। পানির অভাবেই মৃত্যু হয়েছে অনেক তিমির। বিশালসংখ্যক এই তিমির দলটিকে বাচিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। আরও প্রায় ১৮০টি তিমি আটকা পড়েছে সেখানে।
মৃত তিমির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্ককা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার,২২ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।