থাইল্যান্ডের চেচেংসাওয়ে বাস এবং ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ১৭ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আক জাজিরা জানায়, এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টায় পর্যটকবাহী বাসকে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।আল জাজিরা জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৮০ কিলোমিটার পূর্বে চেচেংসাওয়ে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেন পর্যটকবাহী বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৫ জন আরোহী ছিল।
এ ব্যাপারে জেলা প্রধান কর্মকর্তা প্রাথুং যোগেশ্বাম থাইল্যান্ডের একটি টেলিভিশনকে বলেছেন, দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দুর্ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের কারণে বাস চালক হয়তো ট্রেনটি দেখতে পায়নি বলেও জানান তিনি।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,,রোববার,১১ অক্টেবর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।