রাজধানীর শাহবাগ থেকে নয় দফা দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ।শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শাহবাগ থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ লংমার্চ শুরু হয়।লংমার্চ দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় সমাবেশ করবে। এরপর বিকেলে কুমিল্লায় আরেকটি সমাবেশ করা হবে। রাতে ফেনীতে অবস্থান করার পরে শনিবার সকালে সেখানে আরেকটি সমাবেশ করবে বাম রাজনৈতিক দলগুলোর সমন্বিত জোট। এরপর বিকেল ৪টায় নোয়াখালীর বেগমগঞ্জে সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, পাহাড়ি ছাত্র পরিষদের রিপন চাকমা, সিপিবি নেত্রী লুনা নুর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে ধর্ষণের সংস্কৃতি তৈরি হয়েছে। এ ধর্ষণ সংস্কৃতি ও বিচারহীনতার বিরুদ্ধে আমাদের এ লংমার্চ। এ উদ্বোধনী সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের লংমার্চে বাধা দিলে সারাদেশের ছাত্র সমাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা,শুক্রবার,১৬ অক্টেবর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।