নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে এই লেখককে স্মরণ করা হয়।শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের সমাধিতে ১ হাজার ১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা। আর, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলো লেখকের কনিষ্ঠ দুই পুত্র নিষাদ ও নিনিত।বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন।
গাজীপুর,শুক্রবার,১৩ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।