রাজধানীর বাড্ডা আফতাব নগর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলার পাশাপাশি পেটেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বাড্ডা থানা পুলিশ খবর পেয়ে আফতাব নগর রোড নম্বর ৮ ব্লক ই এলাকার একটি খালি জায়গা থেকে ওই মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, আফতাব নগর এলাকার ই ব্লকে একটি বাড়ির পাশে খালি জায়গা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা,মঙ্গলবার, ২৪ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।