শেরপুরের নকলা উপজেলায় গরু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে সোরহাব আলী (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় মারা গেছে ১৩টি গরু।এছাড়াও আহত হয়েছেন গরুর পাইকার নবী হোসেন (৩২) ও ট্রাক চালক মোখলেছ মিয়া (২৫)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোরে উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-শেরপুর মহাসড়কের দুই পাশে সম্প্রসারণ কাজ চলছে। সম্প্রসারণ কাজের অংশ হিসেবে কুর্শাবাদাগৈড় এলাকায় একটি কালভার্টের নির্মাণকাজ শুরু হয়েছে। কালভার্ট নির্মাণের জন্য রাস্তায় গভীর গর্ত করা হয়েছে। কিন্তু ব্যস্ততম এই রাস্তায় গভীর গর্ত করলেও জনগণ ও যানবাহন চলাচলে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো প্রকার বাধা সৃষ্টি বা কোনো আলোর ব্যবস্থাও করা হয়নি। তাই স্বাভাবিক চলাচলের অভ্যাসের কারণে দ্রুতগামী ট্রাকটি সরাসরি গর্তে পড়ে যায়। এসময় কালভার্ট নির্মাণ কাজের নৈশপ্রহরী গরু বোঝাই ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মারা গেছে ১৩টি গরু।
এ ঘটনায় ট্রাকের চালক মোখলেছ মিয়া ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে ট্রাকের বডি কেটে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করে।
এর আগে স্থানীয়রা গরুর পাইকার নবী হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করেন।
শেরপুর,মঙ্গলবার,০১ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।