গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
বিএনপি নেতাকর্মীদের আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন বহাল রাখার আদেশ দেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
গত ১৮ নভেম্বর তাদের আগাম জামিন দেয় হাইকোর্ট। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা,বৃহস্পতিবার,০৩ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।