পদ্মা সেতুতে বসলো ৪০তম স্প্যান। এখন দৃশ্যমান ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মাঝনদীতে ১১ ও ১২ নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। আর মাত্র ১টি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু। বাকি স্প্যানটি বসবে আগামী সপ্তাহে। এর আগে সকাল ৯টায় মাওয়া-কুমারভোগ কন্সট্রাকশন থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন। এটি পিলারের কাছে নিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট।
একেবারে মাঝ নদীর পিলারে বসানো হয়েছে এই স্প্যান। আগামী সপ্তাহে শেষ স্প্যানটি স্থাপনের পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।
ঢাকা,শুক্রবার,০৪ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।