সব জেলা উপজেলায় থাকা যক্ষা শনাক্তের জিন এক্সপার্ট মেশিনেও হবে করোনা পরীক্ষা। আপাতত ৩৩টি মেশিনকে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জেলা উপজেলাতেই জিন এক্সপার্ট মেশিন রয়েছে যা দিয়ে শুধুমাত্র টিবি রোগ নির্নয় এর জন্য ব্যবহার করা হত। এখন তা কোভিড টেস্টের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও জিন এক্সপার্ট ৩৩ টি মেশিন দেয়া হয়েছে করোনা পরীক্ষার জন্য। ধীরে ধীরে তার সংখ্যা আরও বাড়ানো হবে। বিদেশফেরত যাত্রীদের জিন টেস্ট করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া নতুন ধরণের করোনা শনাক্ত হওয়ায় যুক্তরাজ্য ফেরত যাত্রীদের সাতদিন কোয়ারেন্টিনে রেখে করোনা পরীক্ষা করা হবে বলে জানান মন্ত্রী।
চিকিৎসা ব্যবস্থায় দেশ এগিয়ে যাচ্ছে এমনটি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রনে রয়েছে। আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
ঢাকা,বুধবার,২৩ ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।