বরেণ্য অভিনেতা আবদুল কাদেরের প্রথম জানাজা রাজধানীর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ ডিসেম্বর) কাদেরের বাসা সংলগ্ন মসজিদটিতে বাদ যোহর জানাজা সম্পন্ন হয়।জানাজা শেষে মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা শেষে কাদেরের মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থান নেওয়া হবে।শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিনোধন ডেস্ক,২৬ শনিবার, ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।