নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।শনিবার রাতে তিনি বলেন, ‘জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার মেয়ে বিজরী (অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ) বলল, অবস্থা নাকি খুব খারাপ।’
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে লিখেছেন, তার মা জিনাত আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর।
জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ গত ৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।শনিবার সন্ধ্যায় বিজরী বরকতুল্লাহ বলেন, ‘আম্মার অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে। গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন আর বিস্তারিত বলতে ইচ্ছা করছে না। শুধু বলব, সবাই দোয়া করবেন। ’
বিনোধন ডেস্ক,২৭ রোববার, ডিসেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।