২০২০ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায়। এই সূর্যের সাথেই প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নিলো আরও একটি বছর।সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল ইংরেজি বছর ২০২০ ইং এর শেষ দিনটি। ২০২০ ইং সালের ঘটে যাওয়া নানা ঘটন, অঘটন, হিংসা-বিদ্বেষ, হানাহানি, দুঃখ যাতণা, বিরহ-বেদনা নিষ্পেষিত হোক নতুন বছরের আগমনে। নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি, সম্বৃদ্ধি, স্নেহ ও ভালোবাসা। আসুন পুরোনো সব গ্লানি ভুলে এগিয়ে যাই সম্ভাবনাময় এক নতুন পৃথিবীর সন্ধানে। যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ, কলহ আর শকুনের লোলপ দৃষ্টি। আমাদের আগামী প্রজন্মের জন্য মত্ত হই নতুন এক পৃথিবী বিনির্মানে, নিশ্চিত করি শান্তিময় ও নিরাপদ একটি আবাসস্থল। নানান ঘটন-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উৎরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী প্রতি বছরই বিদায় নেয় আমাদের জীবন থেকে একটি বছর । ২০২০ ইং এর স্থানে জায়গা হয় ২০২১ ইং এর। এভাবেই চলতে থাকে বাস্তবতা। পহেলা জানুয়ারী, ২০২১ ইং। শুভ নববর্ষ। ইংরেজি নববর্ষ ২০২১ ইং এই আনন্দঘন দিনে এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইংরেজি নববর্ষ ২০২১ ইং সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।
(সম্পাদক) www.hbnews24.com
কাজী আবু তাহের মোহাম্মদ নাসির
ঢাকা,শুক্রবার, ০১ জানুয়ারি, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।