ক্লিনিকাল ট্রায়ালের জন্য করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ উৎপাদনের অনুমতি পেল গ্লোব বায়োটেক।ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গ্লোব বায়োটেক।ভ্যাকসিন উৎপাদনের পরে ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নীতিগত অনুমোদন ও ঔষধ প্রশাসনের অনুমতি নিয়েই এই কার্যক্রম চালানো হবে।
আগামী দুই এক সপ্তাহের মধ্যেই সেই অনুমোদন মিলতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন ম্যানেজার মো. মহিউদ্দিন। জানান, তিন ধাপে হবে ক্লিনিকাল ট্রায়াল। যার জন্য সময় লাগতে পারে ৫ মাসের মতো। সেটি সম্পন্ন করা গেলে আগামী জুনের মধ্যেই বাজারে আসবে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন।
ঢাকা,বুধবার,০৬ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।